সবার আগে একটু হাসি দিলাম,
তারপর একটু গান।
ছোটবেলার ড্রয়িং খাতা টা যদি এখন ও খালি থাকে,
কিংবা মনের কোনে কোন নৌকো তোমায় ডাকে,
কিছু রঙ পেন্সিল চাই,
কিছু মন খুশি তাই তাই,
এখন ও বড় হওয়া অনেকটা বাকি।
কিছু আগোছালো কথা,
কিছু প্রিয় কবিতা
যতদিন বাঁচবো এমন বাঁচা বাঁচবো,
জীবন তুমি আমার , তোমায় নিয়ে নাচবো।
যেন মরার আগে, বলতে না হয়,
আমার বাঁচা অনেক বাকি, ‘আমার মরতে ভীষণ ভয়।‘
চাই আলো , বৃষ্টি , অনুভুতি , ভালবাসা, আনন্দ।
নতুন একটা মানুষ,
একটা দরজা খুলল হাজার দুয়ারিতে,
ঘুমের দেশে যাকে খুঁজে বেড়াই,
ঘুম ভাঙলে আনাড়ি পথিকের মত হোঁচট খাই,
আপন করে নেবার গান আমার অন্তরেই বাজে।
আর দেখো আমি ব্যাস্ত মুগ্ধতার কোন সাজে ।
মনটা কাশফুল আর শরতের বিশ্বাসে বাঁধা।
খিলখিল করে হাসছে,
ছোট্ট শিশুটা দুহাতে দুচোখ লুকায়,
আজ যদি ভাল হয় তাহলে কাল খুশি,
অতীতের আবর্তন ছেড়ে দিয়ে জীবন্ত বর্তমান পুষি,
ঘুড়ি কাটলে তবু লাটাই থাকে হাতে,
আমার পূর্ণতা আমাদের কে দেখে একসাথে
জলছবি পুড়ে গেলে জমা জলে নাচবো।
__________________________________________________
www.dolovers.com/doforum
রচনাকাল : ২৭/১০/২০১২
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।