কে তুমি ?
আমার মনেতে রঙতুলি দিয়ে
যার ছবি একেঁ যায়,
যার কথা ভেবে দিন
কেটে যায় !
কে তুমি?
যার হৃদয়ে খুজিঁ একটু
সুখের ঠিকানা,
আমার কল্পনার রাজ্যে জুড়ে
বিস্তৃত শুধু তার ভালোবাসার
সীমানা ।
কে তুমি ?
যাকে বারবার অনুভব
করতে ইচ্ছা হয়,
যার উষ্ম ছোঁয়ার পরশ
পেতে ইচ্ছা হয় ।
কে তুমি?
যার সাথে ভেসে যাবো
ঐ অচিন পুরের
সপ্তনদীর পাড়ে,মেঘের
ভেলায় চড়ে।
কে তুমি?
যে আমার নামটি ধরে
বলবে, "ওগো মোর প্রিয়া
তোমায় আমি ভালোবাসি
কতশত" ,
সে কি জানে!
যার জন্য আমি আজও
অধীর আগ্রহে অপেক্ষারত।
কে তুমি ? আজ নাবি ,
কুয়াশা ঘেরা আবছায়া
যার মুখ, ভালোবাসার হাতছানি দেয় বারবার;
নিঝুম রাতে স্বপ্নের মায়াজালে
আসে না ঘুম আমার ।
কে তুমি
সেই নাম না জানা পথিক,
বলো,কোথায় তোমার বাস ?
খুজেঁছি তোমায় চারিদিক।
কবে মিটবে,অজানা
ভালোবাসার আঁশ।
সামনে এসে,
কবে তুমি দেবে ধরা!
আমার কবিতার ছন্দগুলি
পাবে এক নতুন সারা।
কবে এসে বলবে;
"ওগো তুমি যে আমার
ওগো তুমি যে আমার
তুমি আমার
আমি শুধু তোমার"
রচনাকাল : ৩০/৭/২০১৯
© কিশলয় এবং অন্তরা দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।