শান্তি তুমি কোথায়?
অনেকদিন হলো,তোমার দেখা নাই !
বলো না, কোথায় গেলে তোমার সন্ধান পাই?
যেদিক পানে যাই,
সুখনীড় কোথাও নাই।
শান্তি তুমি কোথায়?
আমি যে এক দিশাহীন
ক্লান্ত পথের পথিক ,
একটু সুখের আশায়,
তোমায় খুঁজি তাই ।
চারিদিকে খালি,হিংসা,বিদ্বেষ,
ভরা আধারের কালিমায় ;
লিপ্ত হয়েছে মানুষের মন।
প্রতিহিংসা, মানুষে মানুষে
ভেদাভেদ, হারজিতের খেলা,
রোজ রোজ অশান্তির অন্ধকারে
ডুবে যাচ্ছে মানুষের জীবন।
কোথাও মেলবন্ধনের
লেশটুকু মাএ নাই।
শান্তি ,বলো না!
কোথায় গেলে তোমার
খোঁজ পাই?
শান্তি কহে,
আমি যে অচঞ্চলা;
অবহেলা করিলে তাই,
আমিও চলিয়া যাই।
হাসি-কান্না,সুখ-দুঃখ
জীবনের প্রতিটি ধাঁপেই
নিভৃত যতনে থাকি আমি
মানুষের জীবনে আমার প্রয়োজন, সব থেকে দামী।
আমি, না থাকিলে
সুখ আসে না।
আমি না থাকিলে
মুখে হাসি ফোটে না ।
রচনাকাল : ৩০/৭/২০১৯
© কিশলয় এবং অন্তরা দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।