জানিস অংশু,
আজকাল তোর কথা খুব মনে পড়ে,
স্বপ্নগুলি কেমন যেন চোখের জলে যায় ভেসে;
তখনই ছুটে যাই ঐ নীল নদীর পাড়ে।
কোনো বার্তা আনে না বয়ে,
নদীর স্রোতে।
হয়তো গতিপথ ও মুখ ঘুরিয়েছে,
কোনো এক উৎসের ঘরে।
অংশু,
খুব জ্বরে যখন আমার হঠাৎ ঘুম ভাঙে,
মাঝরাতে তখন তোকে দেখি আমার মাথার কাছে ।
হাত বাড়িয়ে, তোকে ছোঁয়ার আগেই তোর স্পর্শতা ধুয়ে যায়, শরীরের তাপে ।
আচ্ছা তুই কি কখনো সাড়া দিবি! আমার ডাকে?
আমাদের সেই একসাথে কাটানো মুহূর্তগুলো, আবেগের বশে হয়েছিল যত কথা;
সবই কি ছিল শুধু কথার কথা।
মনের ভাবে কথাগুলি আপ্লুত হয়ে আজ কেমন যেন বানভাসি,
তবু কেন জানি না মনে হয়,
চোখের দেখা দেখে আসি।
রচনাকাল : ৩০/৭/২০১৯
© কিশলয় এবং অন্তরা দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।