এ কলকাত্তার বাবুরা,
শুনলাম তুদের এক্ষানে নাকি
পয়সা উড়ে!
মু দের গাঁয়ে, অনেক কষ্ট-
জানিস বাবু!
পেইট্যা খুব জালাইছে,
আধবেলা খাই বটেক।
এ বাবু, শুনছিস কেনে!
মোর বাপটা , ঐ মরদটার সাথে
বিয়া দিলক বটে।
মুর কপ্পালে ও সুখটা ছিলক লাই রে বাবু!
না হইল্যে কি মরদটা পালাইতো!!
ই বাবু, শুন না,
তামাশা দেখবি কেনে বাবু
বোল না কেনে,
মু অনেক খেলা দেখ্খাইতে পারি,
বান্দর খেলাও পারি।
এ শহরের বাবু,
তুরা দেখবি কেনে !
শুনেছি ,তুরা নাকি পয়সা দিস
তামাশা লিস--
পেইট্যার খিদার জইন্যে মু তুদের কাছে মজ্জা দেখাই।
আজব শহর আছে রে বাবু,
তুদের এক্ষানে মুর মানটাই তামাশাই বনে যায়!
ই বাবু তুরা নাকি লেইখ্যাপড়া জানিস!
তুরা তো মুদের চেয়ে ও গরীব রে বাবু!
ধিক্কার তুদের!
তুদের শহরে নাকি পয়সা উড়ে
তবু তুরা খুশির ভিখারী
আছিস রে বাবু।
ধিক্কার!!
রচনাকাল : ৩/৪/২০১৯
© কিশলয় এবং অন্তরা দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।