ক্ষীর সাগরের তীরে
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
জি০ সি০ ভট্টাচার্য, বারাণসী
======================================================================================
ছোট্ট বাদল বলল, কাকু
ক্ষীর সাগরের তীরে,
ঘুরতে গিয়ে হারিয়ে ছিলাম
মিষ্টি দেশের ভীড়ে।
মজার শহর আছে সেথায়
শোনই না তার কথা,
মন্ডা মেঠাইয়ের বাড়ী যেথায়
পথে চৌকো বরফি পাতা।
গাছপালা না চিনির মঠের
পুকুর চিনির রসের,
পান্তুয়া আর রসগোল্লার
বাহার পদ্মফুলের।
নদীতে বয় দুধের ধারা
পাড়ে চিনির বালি,,
চমচমেরই নৌকো চলে
কেকের জাহাজ খালি।
পাহাড় আছে, তৈরী সে সব
মিহিদানা, বোঁদে দিয়ে,
নুড়ি পাথর চিনির গুলি
সাজে নানান রঙ নিয়ে।
সে দেশ বড় আজব কাকু
মাটি বলি যারেই,
জল পড়লেই হচ্ছে কাদা
হালুয়া গাজরেরই।
খেলছে মাঠে ছেলেপুলে
লাড্ডু ক্রিকেট বলে,
গাছ ভরে সব বাহার মেলে
আইসক্রীমের ফুলে।
ঝরে, শরবতেরই ঝর্ণাধারা
সেথা সন্দেশেরই বাসে,
নারকেল নাড়ুর চাকা,চলে
পুলি পিঠের রসে।
বরফ কেটে অক্ষরেতে
লেখা শুভ নতুন বছর
ভবিষ্যতের ভারতবর্ষ
এখন ইন্ডিয়া নাম যার।
ডেকে ডেকে ঘুম ভাঙাল
মা, না এসে যেই,
হারিয়ে গেল মিষ্টি ভোরের
আজব স্বপন সেই।
বল না কাকু, ভোরের দেখা
স্বপ্ন কি আর ফলে?
মিষ্টি খুশীর দেশ কি এমন
কোথাও, নব বর্ষে মেলে?
রচনাকাল : ২২/১/২০১৩
© কিশলয় এবং জি.সি.ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।