কাল্লুজীর দেনা শোধ
------------------------------------------------------------------------------------------
জি০সি০ভট্টাচার্য, বারাণসী, উত্তর প্রদেশ, ভারত।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
কাল্লুজী কে জানো তো ভাই
বুদ্ধি রাখে ঘটে,
কিন্তু তেলী, নাপিত দেখেই
ভয়ে পালায় ছুটে।
সন্দেহ মোর বড়ই প্রবল
জানতে কারণ চাই,
বলতে বড় বয়েই গেছে
কাল্লু বড় চাঁই।
মুখটি আমার শুকনো দেখে
বাদল বলে এসে,
হয় কি ব্যাপার বলো, কাকু
ভাবনা তোমার কিসে?
নইলে আমি খাবোই না কো
এই করেছি পণ,
ছেলের কাছে হেরে গিয়ে
বলি বিবরণ।
শুনে বলে বাদল কুমার
এই বা এমন কি?
কালকে তুমি জানবে সবই
আজ আমি খোঁজ নি।
দু’দিন পরে মাস পয়লায়
বিকেল বেলাতে,
বললো বাদল, কাকু বলো ,
কাল্লু আংকলকে আসতে।
চঞ্চলকে শিখিয়ে দিয়ে
নিজে গেলো সরে,
কাল্লু এলো, ‘হঠাৎ তলব
ব্যাপার পন্ডিতজী, কি রে’?
রূপের কুমার চঞ্চল বলে
‘আংকল,আমিই ডেকেছি,
সরল ছেলে কাকু তো তাই
অনেক ঠকেছি’।
ধার নিয়ে আর দেয় না ফেরৎ
পয়সা লোকেতে,
তবু ও কাকু ধার দিয়ে যায়
স্বভাব বশেতে।
এমন হলে চলবে ক’দিন?
তাই আমি এখন,
পয়সা আদায় করতে বেজার
হ’লে ও করি মন।
আপনি ও তো নিলেন যে ধার
গত বছরেই,
ভর্তি ছেলে করতে গিয়ে
কিনতে খাতা বই।
শুনে তখন মুখখানি লাল
কাল্লু, রেগেই কন,
এই কী রে ঠিক বন্ধুর কাজ
ডেকেই অপমান?
আমি কখন নিলাম আবার
তোমার কাছে ধার?
চঞ্চল বলে শোন, আংকল
এক গল্প যে মজার।
মাসের শেষে কিনতে হ’লে
ছেলের স্কুলের জুতো,
সংকট মোচনের নাম নিয়ে হয়
কেউ দর্শনেতে রত।
ভক্ত ছিল এক অন্য সেথায়
জাতে সে হয় তেলী,
জুতো কেনার আজব উপায়
দেখে গায় সে পাঁচালী।
এই না শুনেই লাফিয়ে উঠে
কাল্লু বলে, থাক,
কাজ আছে, তাই বসতে নারি
এখন যাওয়া যাক।
এসেই ছিলুম যে কাজেতে
যাচ্ছি ভূলে তাই,
বড়ো ভূলো মনের মানুষ আমি
মাফ করে দে ভাই।
এই নে তোর হাজার টাকা
ধার হয়েছে শোধ,
এবার এখন আসি আমি
নেই কোন বিরোধ।
উড়ে গেলেন কাল্লুজী ঠিক
উড়ন তুবড়ি যেন,
হাসতে হাসতে বাদল,চঞ্চল
মাটিতে গড়ায় কেন?
রেগে বলি করো বন্ধ হাসি
ব্যাপার বলো কি?
বাদল বলে ওরে বাবা
দম ফাটবে না কী।
আমি পালাই,চঞ্চল রে শোন
তুইই বলরে ভাই,
মাসের শেষে নতুন জুতো
কেনার উপায় তাই।
চঞ্চল বলে কাজটা সোজা
মন্দিরেতে যেয়ে,
অন্য লোকের নতুন জুতো
পায়েতে গলিয়ে।
এনে দিলে, তাই নিয়ে তখন
নিজের জাতের, ভূতো,
সে’টা বেচে, বানিয়ে দেবেই
ছেলের মাপের জুতো।
শনিবারে মুচির ঘরে
জুতো রেখে গেলে,
পাবে রবিবারে, পায়ের মাপে
নতুন জুতো, ছেলে।
তৈরী হ’য়ে সোমবারেতে
সকালে যায় স্কুলে,
তার বন্ধু হয়ে খোঁজটি নিয়ে
বাদল, গল্প দিলো বলে।
নিরুপায়ে কাল্লুজী হন
এক্কেবারে কাত,
কালকে পেলেন যেই মাইনে
আজকে তা’তে হাত।
মান বাঁচাতে শোধটি দিলেন
কাকু, নইলে পেতে কচু,
শুনে ব্যাপার আমি ও হাসি
ভাবি, বাদল পাবেই কিছু।
=======================================================================================
০৯৪৫২০০৩২৯০
রচনাকাল : ৮/৬/২০১৩
© কিশলয় এবং জি.সি.ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।