কি জানি কোন অলস দিন,
ফুরালো গান, শব্দবিহীন-
জানিনা-
জানা বাকি।
নতুন শপথ, মন চলছে বিপথ,
প্রান পরিচয়, ভুল মনে হয়ে,
আমি হারিনি -
হারা বাকি।
বিস্তীর্ন আকাশ,বাড়ায়ে দু হাত,
তাল কেটে যায়ে, বুক ফেটে যায়ে,
রাত কাটেনা তাও দিন কেটে যায়ে।
হ্যালোজেনে জোড়-
চোখ চিক্চিক্-
হাসি হাসি মুখ,মুখ ভরা সুখ-
কাঁদিনি-
কাঁদা বাকি।
জমে গেছে না শোধ হওয়া ঋণ,
স্বপ্নের ফানুস আর ছোট্ট আলপিন,
সেদিন ওড়েনি-
সেই ওড়া বাকি।
কালো ক্যানভাস, সাদা রঙ পেন্সিল,
আঁকা বাঁকা পথ শেষে পাহাড়ের রঙ নীল,
বড়োই বে-রঙিন-
রং দেওয়া বাকি।
পুরোনো স্কেল,পাশ করেও ফেল,
ডাকছে ভাঙ্গা বাই-সাইকেল,
লুকিয়েছে সেই আড্ডার বিকেল।
কোন্ ক্লাসে যাই, মন খুজেঁ পাই,
হিসেব মেলার সুযোগ নেই,
শুধুই যোগে ভুল-
তবু বেঁচে থাকি।
রচনাকাল : ১২/১/২০১৩
© কিশলয় এবং অণির্বান মুখোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।