আজি নতুন বছরে শুভপ্রভাতে
আমি বুঝিলাম,
চাকুরী ছাড়া এই জীবনের
নেই কারো কাছে দাম ।
দু-বছর আগে পেয়েছিনু
যে আশা
সে যে জীবনের সাথে
শুধু করিছে তামাশা ।
জুটিছে জীবনে কেবল হতাশা
নাহি তার থেকে পার,
প্রতিবেশীর তাড়নায় আমার জীবন
হইতেছে জেরবার ।
আমার দুঃখ বোঝেনাতো কেউ
মনের অন্দরে কাঁদি ভেঁউ ভেঁউ,
বাড়ি যেন মোর কাছে আজি
বন্ধ কারাগার ,
জীবন আমার প্রতি পদে পদে
দিচ্ছে কেবল আছাড় ।
হে বিধাতা , এ অধমের তরে
ঝরাও করুনা-বৃষ্টি ,
দাও মোরে মনের মাঝে
সব সইবার শক্তি ।
রচনাকাল : ৩১/১/২০১৩
© কিশলয় এবং ভাস্কর সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।