ছদ্মবেশী
---- কাজী এনামুল হক
এখানে অনেক ছদ্ম বেশের পুজারী
ওসব বুঝিনা বলে ঠকেই চলেছি
এমন অনেক কথা তোমাকে বলেছি
বিশ্বাস করোনি মোরে ভেবেছ ভিকারী।
যতোটা সত্যের সাথে সম্পর্ক যাহারি
মিথ্যের মলাটে ঢাকে অধিক দেখেছি
প্রমান অনেক তার নিজেই পেয়েছি
ভ্রমরা বনেতে ওড়ে হয়না সংসারী।
সুখের সন্ধানে ওড়ে শতত কুসুমে
পরাগ কেশরে ঢুকে শোষনে পেষনে
ঝরায় পাঁপড়ি তার হুলের দংশনে।
আবার মাতিয়া ওঠে ফুলের মৌসুমে
ক্রমশঃ ছলনা ভরে অতিথী গোপনে
বুকের উপর বসে পীযূষ হরণে।
-)০(-
৩০অক্টোবর ২০১২, মঙ্গলবার
রচনাকাল : ১/১২/২০১২
© কিশলয় এবং কাজী এনামুল হক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।