বন্ধু মানে হঠাৎ দেখা,
বন্ধু মানে সখা,
বন্ধু মানে মনের কথা বলার সঙ্গি খুঁজে পাওয়া।
বন্ধু মানে দিনে-দুপুরে ফোনের বোতাম টেপা,
বন্ধু মানে জমিয়ে রাখা মনের অনেক কথা।
বন্ধু মানে রামধনুর সব রঙের মধ্যে ভাসা,
বন্ধু মানে ঝিরি-ঝিরি বৃষ্টি হাতের মুঠোয় বাঁধা।
বন্ধু মানে শিপিং এ হান্সি-ঠাট্টার মেলা,
বন্ধু মানে আজ অভিমান কাল গলা জড়িয়ে কাঁদা।
বন্ধু মানে প্রজাপতির পাখনা মেলে ওড়া,
বন্ধু মানে নিরুদ্দেশের পথে পাড়ি দেওয়া।
বন্ধু মানে এক কাপ কফি শেয়ার করে খাওয়া,
বন্ধু মানে একলা চল গান ভুলে যাওয়া।
বন্ধু মানে সূযারস্তের রঙ এ আঁকা মন,
বন্ধু মানে তোর জন্য মন করে কেমন।
রচনাকাল : ১০/৯/২০১২
© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।