ও রাত তুই এত নিঠুর কেন ?
সারাদিনের ব্যাস্ততা ফেলে ভাবি একটু জুড়বো,কেন মনে করালি ওর মুখটা-
চাঁদ কি না উঠলেই চলছিল না ?
কে দিয়েছিল তোকে দিব্বি-কৃষ্ণচুড়ার ঘ্রাণের সাথে ফিরিয়ে আনতে ওর সুরভি ?
ও রাত তুই এত নিঠুর কেন ?
সহ্য করতে পারিস না একটু স্তব্দতা-ওর শ্বাস প্রশ্বাসের সুরে কেন বাইলি বাতাস ?
কেন অশান্ত করলি আবার আমাই,বেশতো ছিলাম একা-কেন দেখালি ভোরের স্বপ্ন ?
ও রাত তুই বড্ড নিঠুর!তুই কি ভালবাসিস আমার ভেজা বালিশ দেখতে ?
নাকি হিংসে করিস আমার রাজকন্যে বিহীন একলা ঘর ?
ও নিঠুর রাত পাখি পারবি উড়ে আমার বারতা নিয়ে যেতে -
"বন্ধু আমি দাঁড়িয়ে আছি জীবনের গেটে অপেক্ষায়
বুকে নিয়ে হাজার কবিতা তোমার।
একটু হলেও পড়ো ভুলে,ভালবাসা যদি নাইবা দিলে
জেন আমি থাকব প্রতিক্ষায় ।"
অরিন্দম
রচনাকাল : ১৪/৯/২০১২
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।