তোমার সনে দেখা হল বহু দিনের পর....
বহু দিন শুনি নাই.. তোমার কন্ঠস্বর
বহু দিন শুনি নাই.. সেই পুরনো গান..
বহু দিন দেখি নাই গোলাপ- ফোটা বাগান...
তুমি কি আজও আছো ভাল..?
মনে পড়ে তোমার চুলগুলো (কালো কালো...)
আজো কি আমায় মনে তোমার পড়ে..?
হঠাৎই আমায় কি অনুভব করো... নিঃসঙ্গ প্রহরে..?
হঠাৎ কি আমার দুটি হাত.. ধরতে ইচ্ছা জাগে..?
সবুজ পাতার বৃষ্টি এসে.. হঠাৎ কি অনুরাগে..?
তোমার প্রতি ভালবাসা আমার লুকিয়ে রেখে..
ভাল লাগা বলে নিজেকে ভুলিয়ে.. কবিতায় যাই লিখে...
জানি তুমি আজো বুঝতে পারো না... আমাকে..
তাই নিজেকে সবার থেকে লুকিয়ে.. বন্ধু করেছি অমাকে...
তোমাকে আর ভাবতে চাই না বলে প্রহর গুনতে শিখেছি...
তোমাকে আর পাবো না বলে.. বিরহের গীতি শুনতে শিখেছি..
তবু যেন কিছুতেই কিছু হতে চায় না আর...
তোমাকে ভুলে যাই ঠিকই... তবু মনে পড়ে যাও মুহূর্তে বার বার..!
ঘৃণা করতে ইচ্ছা করত... কিন্তু.. ভুল করে ভালবেসে ফেলতাম...
নিষ্ঠুরা.. অভিমানীনি.. কত কি যে দিতাম তোমার নাম;
হঠাৎই আবার মনে হত.. তুমি সুন্দর-সত্য
তাই তোমাকে ভালবাসতে.. হতাম আবার মত্ত!
আজ এই নতুন পরিচয়ে... পুরনো তোমাকে পেতে মন চায়..
তবু (কাঁন্না চেপে রেখে) বলি শুধু... ভাল থেকো, বিদায় দয়িতা! বিদায়! :’(
প্রতম/৫/১০/২০১২ইং
রচনাকাল : ৬/১০/২০১২
© কিশলয় এবং বিরহের কবি আমি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।