দাম কেউ বোঝে না
জি০ সি০ ভট্টাচার্য, বারাণসী, উত্তর প্রদেশ, ভারতবর্ষ
মানুষের নেওয়া শুধু, তার খালি বায়না,
প্রকৃতি উদার কত, কিছুই তো নেয় না।
কত গান পাখি দেয়, গাছ দেয় ফল-
প্রাণবায়ু সাথে দেয়, নদী মিঠে জল-
মেঘ দেয় বারিধারা, ফিরিয়ে তো নেয় না,
নিজ কথা ভাবে লোকে, অপরের ভাবে না।
মাটিতে ফসল দেয়, রবি, শশী আলো-
রত্ন উপহার দেয়, সাগরেতে ভালো-
বাদলে ফেরায় জল, কারো কিছু নেয় না
মানুষ ভাবে না কেন, আর কিছু চাই না?
মাটির গভীরে হীরে, সোনা, রূপো রাশি-
প্রাকৃতিক গ্যাস, তেলে হয় রেষারেষি –
যে যত সম্পন্ন লোভ তার বেশী, কমে না,
মানুষ উন্নতি চায়, অন্যে কেউ চায় না।
বন্য জীবের হিংসা, ভয়, পেটের জ্বালায়-
মানুষের প্রতিহিংসা, ঈর্ষার ঠেলায়-
শুধু রব দেহি দেহি, তৃষা কেন মেটে না?
অল্প স্বল্প পেয়ে কেন মানুষের চলে না?
যে আজ চড়েছে ট্রেনে কেন ভাবে কাল?
চড়িলে হইবে প্লেনে, জীবন সফল-
চাহিদা তো বেড়ে যায়, কোনদিনই কমে না,
মরবার আগে ভাবে, কি রেখে যাব কত না।
ছিল যার টেলিফোন, মুঠোফোন আজ-
মরে পাখি,গাছ, ফল, ছোট জীবের সমাজ-
বহু জীবজাতি লুপ্ত,জীবশ্রেষ্ঠের আসে যায় না,
বুদ্ধিবল মানুষের, সে হীনবলে দেখে না।
মানুষেতে কাটে গাছ, চাই সবার আশ্রয়-
পোকা, পাখি, ছোট জীব শত, হয় নিরাশ্রয়-
প্রকৃতির দানের পাঠ, মানুষে তো শেখে না,
শূন্যে মহাকাশে যাত্রা, মাটির কথা ভাবে না।
কৃত্রিম বানাতে হবে, যেদিন ফসল-
দিবালোক, প্রাণবায়ু, মাটি, ফল, জল,-
সে দিন ফিরবে হুঁশ মানুষের, আগে না,
বিনামূল্যে পেয়ে যার, দাম কেউ বোঝে না।
---------------------------------------------------------
09452003290
রচনাকাল : ১১/২/২০১৩
© কিশলয় এবং জি.সি.ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।