মনে পড়ে যায় সেই দিন গুলো...
মার আঁচল তলে শান্তির ঘুম,
কত বায়না ... বল, ঘুড়ি, লাটাই আরো কত কি!
স্কুল থেকে এসে ব্যাগ টা ছুড়ে দিয়ে এক ছুটে সবুজ ঘাসের মাঠ!
শিশু সুলভ স্বপ্ন তখনও চোখের কোনে ভিড় করে...
আকাশের দিকে চেয়ে দূরে বহু দূরের পেটকাটি টাকে সুতো দিয়ে বেধে রাখা হাতের লাটাইএ!
হায় মনে পড়ে যায় সেই দিন গুলো...
ছোট ছোট আশা, আকাঙ্খা, স্বপ্ন স্মৃতির সরণি বেয়ে ভেসে ভেসে আসে!
সময় বদলেছে, বদলেছি আমি ও...
এখন সবুজ মাঠকে গ্রাস করেছে অট্টালিকা,
চোখের কোনে স্বপ্ন নেই, আছে শূন্যতা আর হাহাকার...
পেটকাটি টা কবেই সুতোর বাধন ছিঁড়ে নিরুদ্দেশে গেছে উড়ে...
তাই মাঝে মাঝে ভাবি,
আবার যদি পাওয়া যেত - “সেই দিন গুলো...”!
রচনাকাল : ৫/৭/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।