• ৩য় বর্ষ ১ম সংখ্যা (২৫)

    ২০১৩ , জুন



গ্রাম ভালো না শহর ভালো?
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : জি.সি.ভট্টাচার্য
দেশ : India , শহর : Varanasi,u.p.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , নভেম্বর
প্রকাশিত ৪৪ টি লেখনী ৫১ টি দেশ ব্যাপী ৪৪৩৬৫ জন পড়েছেন।
গ্রাম ভালো না শহর ভালো?
---------------------------------------------------------------------------------------------------------------------------------

জি০সি০ভট্টাচার্য, বারাণসী, উত্তর প্রদেশ

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
গ্রাম ভালো না শহর ভালো,
শান্তি না কী সুখ?
থাকা কোথায় হচ্ছে ভালো  
ভূলে কষ্ট, দুঃখ।

হারিয়ে যে যায় লতার বিতান
স্নিগ্ধ শীতল গ্রাম
শহর যেতে মানুষ পথে
ছুটছে অবিরাম।

শহরে যে হুড়োহুড়ি
দিন রাতে নেই ভেদ
গ্রামেতে নেই ঠেলাঠেলি
মানুষে প্রভেদ।

শহরেতে ব্যস্ত সবাই
সময় ধরে ছোটে,
গ্রামেতে নেই কাড়া কাড়ি
মুক্ত হাওয়া জোটে।

জ্যোত্স্না রাতে বাঁশবনেতে
চাঁদের লুকোচুরী।
রায় দিঘিতে ঢেউয়ের মাতন
ফুলের সুবাস ভারী।



শহরে ভীড় আলো ঝলমল
রাতেও গাড়ি চলে,
সাঁঝের পরে গ্রামের ঘরে
স্বপন কথা বলে।

শহরেতে পয়সা ওড়ে, 
গ্রামে শান্তি সুখ
শহরেতে ঘুম কেড়ে নেয়
দেখে অনিয়মের মুখ।

শহরেতে দেহি দেহি
কে নেয় বা কার খোঁজ?
ভাবছে সবাই কি করলে হয়
রাজার হালে ভোজ।

গ্রামেতে নেই কম্প্যুট্রনিক্স
শহরে নেই মাটি
গাছ গাছালির নেই সেথা স্থান
টাকা পেলেই কাটি।

নেইকো প্রাণের আধার সেথা
খাঁটি হাওয়া, জল
নেইকো মনের মানুষ সেথা
কেবল প্রতিবল।

নেই দরকার ক্ষেত খামারের
বাড়ছে শহর আরো
পয়সা হ’লে কিনেই খাবে
খাবার বিদেশের ও।

গ্রাম শহরের দ্বন্দ্বে দেখি 
শহরেরই জোর,
হৈ হল্লা দূষণ ভীষণ
আধুনিকতার ঘোর।

বিচার করো কোনটিরে চাও
থাকতে পাবে কোথা
নেই শহরের পায়রা খাঁচায়
প্রভাত বায়ু যেথা?

খাঁচায় বন্ধ পাখ পাখালী
টবের ভিতর ফুল
অ্যাকোরিয়ামে বাসা মাছের
বাসে বাচ্ছারা যায় স্কুল।

নামলে পথে মোটর ট্রামে
চড়ো মেট্রো রেলে,
বিজলী পাখা, কুলার, এ০সি০
ফ্রিজের দেখা মেলে।

শান্ত গ্রামে নেইকো কিছুই
প্রকৃতি সম্বল
পায়ে হেঁটে স্কুলেতে যায়
ছেলেমেয়ের দল।

বন্ধনহীন খোলা জীবন
মুক্ত আচরণ
প্রকৃতি মায়ের কোলে সবার
স্বাধীন বিচরণ।

নেইকো নিষেধ পদে পদে
খেলতে মনের সুখে
শহরেতে পড়ার ঠেলায়
কম্পিটিশান শেখে।

যেথা ফুলের গাছ ও মাটিতে হয়
পাখির নিবাস গাছে,
পুকুর, নদী মাছের আবাস
খেলার মাঠ ও আছে।

সেথায় গেলে আরাম মেলে
ঠান্ডা যে হয় মাথা,
চেনে গাছ পালা, আর পশু পাখির
বুঝতে শেখে ভাষা।

সে সব থাকবে ক’দিন, তা জানা নেই
হয়তো সময় আছে
শহর মায়ার টানটি ভূলে
ফিরতে গ্রামের কাছে।

থাকতে পেলে যেথা দূষণ
ভেজাল জীবন নেই
প্রাণ বাঁচলে, মূল্য টাকার
মান সন্মান সেই।

গ্রামের ঘরে মাটির সাথে 
হয় যে পরিচয়
মোজাইক আর শ্বেতপাথরের
ফ্ল্যাটের মেঝে নয়।

মাটিই মা টি ভূলেই গিয়ে
মায়ের পরিচয়
মিথ্যে ছোটা আকাশপানে
করতে বিশ্বজয়।
====================================================================================
০৯৪৫২০০৩২৯০
রচনাকাল : ৯/৪/২০১৩
© কিশলয় এবং জি.সি.ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 611  Canada : 171  China : 69  Czech Republic : 1  Denmark : 1  Europe : 6  France : 17  Germany : 19  Hong Kong : 1  
Hungary : 600  Iceland : 15  India : 2510  Ireland : 36  Israel : 31  Japan : 60  Korea, Republic : 1  Kuwait : 2  Malaysia : 3  Netherlands : 13  
Norway : 13  Oman : 1  Philippines : 2  Poland : 12  Portugal : 1  Qatar : 2  Romania : 6  Russian Federat : 19  Saudi Arabia : 5  Singapore : 1  
Sweden : 8  Taiwan : 1  Thailand : 1  Ukraine : 38  United Kingdom : 11  United States : 2015  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 611  Canada : 171  China : 69  
Czech Republic : 1  Denmark : 1  Europe : 6  France : 17  
Germany : 19  Hong Kong : 1  Hungary : 600  Iceland : 15  
India : 2510  Ireland : 36  Israel : 31  Japan : 60  
Korea, Republic : 1  Kuwait : 2  Malaysia : 3  Netherlands : 13  
Norway : 13  Oman : 1  Philippines : 2  Poland : 12  
Portugal : 1  Qatar : 2  Romania : 6  Russian Federat : 19  
Saudi Arabia : 5  Singapore : 1  Sweden : 8  Taiwan : 1  
Thailand : 1  Ukraine : 38  United Kingdom : 11  United States : 2015  
Vietnam : 1  
  • ৩য় বর্ষ ১ম সংখ্যা (২৫)

    ২০১৩ , জুন


© কিশলয় এবং জি.সি.ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গ্রাম ভালো না শহর ভালো? by GCBhattacharya is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬৭২৯৭৬
fingerprintLogin account_circleSignup