এইতো সেদিনের কথা
তোর কি মনে আছে?
তুই আমার গলা জড়িয়ে ধরে
খুব করে বায়না ধরেছিলি
একটা ঘাসফড়িঙ ধরে দেবার জন্য।
ঘাসফড়িঙ তোর খুব পছন্দের
আহ্লাদ করে তুই এটাকে হেলিকপ্টার ডাকিস
প্রথমবার শুনেতো আমি হেঁসেই খুন।
তোর সেই আদুরে আবদার
আজো বাজে আমার মনের কানে।
চলতে চলতে পথে হঠাৎ থামি
মনে হয় এই বুঝি বলছিস
“এই,একটা ঘাসফড়িঙ ধরে দাওনা?
দাওনা প্লিজ ।”
ঐ দিনটার কথা কি মনে আছে তোর?
ঐ যে ঐ দিনটা?
তোর মন খারাপের দিনের কথা?
তোর মন ভাল করার জন্য
আমি ছুটেছিলাম একটা ঘাসফড়িঙের পিছে,
আর আমার পেছনে তুই।
ধানক্ষেতের পাশ দিয়ে ছুটতে ছুটতে
কখন যে দু’জন চলে গিয়েছিলাম
মাঠের মাঝখানে,বুঝতেই পারিনি।
হঠাৎ চারপাশে সবুজ ধানক্ষেত দেখে
তোর সে কি আনন্দ !!
আনন্দেতো নাচতেই শুরু করেছিলি,
আর আমি ঘাসফড়িঙ ধরা ছেড়ে
মুগ্ধ নয়নে তোকে দেখতে শুরু করেছিলাম ।
তোর দুরন্তপনা মন্ত্রমুগ্ধের মত
আবেশিত করে রাখে আমায়,
তোর আকাশসম উচ্ছাসে
ছুটে চলে আমার মন পবনের নাও।
ছুটে চলে মাঠ ঘাট পেরিয়ে
দূরের কোন গাঁয়ে ।।
ফেরার পথে ঘটেছিল যত বিপত্তি,
তোর অভিমানী আবদার,
একপাও হাঁটতে পারবিনা।
লাফ দিয়ে আমার পিঠে উঠে
গলা জড়িয়ে ধরলি,
আর আমি দু’হাতে তোর
দু’পা ধরে হাঁটতে শুরু করে দিলাম।
ঘাসফড়িঙ ধরতে গিয়ে
তোকে এভাবে আনতে হয়েছিল বলে
সেদিনই তোর নাম দিয়েছিলাম মনফড়িঙ,
আমার মনের বিস্তীর্ন মাঠে
আপন খেয়ালে উড়ে বেড়ানো মনফড়িঙ ।।
নির্জন দ্বীপ
রচনাকাল : ২০/১/২০১৩
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।