অ এ অজগর, অ এ অজগর,
আ এ আম, আম থেকে কাম। আ এ আম, ল্যাংড়া বা ফজলী।
সেই কাম এ পুড়ে মরে, ছেলে বুড়ো ভাম।। বোকা বোকা কবিতাটা, তুইও তবে পড়লি।।
অ এ অজগর, অ এ অজগর,
আ এ আম, আম থেকে কাম। আ এ আম, আমের সাথে দই।
আগে ছিল শ্যারন স্টোন, এখন পাওলি দাম।। হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামনি কই।।
অ এ অজগর, অ এ অজগর,
আ এ আম, আম থেকে আচার। আ এ আম, আমের সাথে দই।
এক বউ খুব বোরিং, বেঁচে থাক ব্যাভিচার।। খোকা যায় ইস্কুল, পিঠভর্তি বই।।
অ এ অজগর, অ এ অজগর,
আ এ আম, আম থেকে আচার। আ এ আম, আমের উপর খোসা।
দুইএ দুইএ পাঁচ হয়, হয় নাকো চার।। বাইশ টাকায় বড়লোক, শুধু আঙ্গুল চোষা।।
অ এ অজগর, অ এ অজগর,
আ এ আম, আম থেকে আমসত্ত্ব। আ এ আম, আমের উপর খোসা।
মার্ক্স লেনিন এঙ্গেলস, ভারী ভারী তত্ত্ব।। অফিসের ম্যানেজার, বাদুড় রক্তচোষা।।
অ এ অজগর, অ এ অজগর,
আ এ আম, আম থেকে আমসত্ত্ব। আ এ আম, আমের ভিতর আঁটি।
ন্যাশনাল হাইওয়ে, বড় বড় গর্ত।। বউ হবে মনের মত ? সোনার পাথরবাটি।।
অ এ অজগর, অ এ অজগর,
আ এ আম, ল্যাংড়া বা ফজলী। আ এ আম, আমের ভিতর আঁটি।
পোড়খাওয়া রাজনীতিক, সবজান্তা মজন্তালী।। কথাগুলো ভেবে দেখো, ষোল আনা খাঁটি।।
রচনাকাল : ১৮/৯/২০১২
© কিশলয় এবং নিয়ামুল সানজাভী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।