পিছিয়ে পড়া কিছু কীট এর অপেক্ষা করে
প্রজাপতি হতে চাও তুমি,
সত্যি বলতে তা হয়না ।।
বিষয় যখন চৌহদ্দি করে তার মধ্যে আবদ্ধ থাকার,
আর নিস্পলকে আকাশে তারা খুঁজবে বল,
সত্যি বলতে তা হয়না ।।
অলঙ্কারে ঢেকে একটা নারীর অহঙ্কার হবে বলে,
প্রতিদিন ক্ষয়ে ক্ষয়ে যাও তুমি,
ইচ্ছে-গাড়ি হয়ত সে বোঝা বয়না ।
পিছিয়ে পড়া কিছু কীট এর অপেক্ষা করে
প্রজাপতি হতে চাও তুমি,
সত্যি বলতে তা হয়না ।।
___________________________________
(c) www.dolovers.com (Sagiruddin Mondal)
___________________________________
রচনাকাল : ১/১২/২০১২
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।