Sujan Barkatullah

সুজন বরকতউল্লাহ

দেশ : Bangladesh , শহর : Narsingdi

সংক্ষিপ্ত পরিচিতি -

সুজন বরকতউল্লাহ ১৯৯৯ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের নরসিংদীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কুমিল্লাতে আছেন।
তিনি পড়াশোনার পাশাপাশি পল্লী বিদ্যুৎতে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে তিনি সবসময় ভালোবাসেন। এছাড়া তিনি গল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।

  • প্রকাশিত লেখনী

অতিথি সংখ্যা : ১১০০৯৩৯০
kisholoy Unique counters
fingerprintLogin account_circleSignup