যখনই প্রান ভরে দেখতে চাই প্রকৃতির শোভা,
তখনই এক বালতি দুধে একফোঁটা গো-চোনা।
কোথা থেকে একটা না একটা ভগবানের বাচ্ছা
এসে সৌন্দর্যটা ঘোলাটে করে দিয়ে যায়। ওরা
প্রকৃতিকে আঁকড়ে ধরে বাঁচে,
বর্তমানে প্রকৃতির অংশ হয়ে গেছে।
তাই ওদের এবার ফেরাতেই হবে ঘরে।
নাহলে শান্তিতে আকাশ যাবেনা দেখা,
চাঁদের গায়েও কলঙ্ক লেগে আছে।
ফুটপাথ থেকে ঘরের রাস্তা এবার করতেই হবে।
প্রকৃতির সৌন্দর্য অন্ধের মত দেখা ধাতে সয়না।
তাই এবার ঐ অর্ধনগ্ন সভ্যতাকে ঢাকতেই হবে।
কঙ্কাল সার বুকের খাঁচা ঢাকতে হবে কাপড়ে,
তাই ওদের এবার ফেরাতেই হবে ঘরে।
ঐ প্রকৃতি শুধু ওদের একার নয়,আমারো
অধিকার আছে। আমারো ইচ্ছা করে,
পার্কের ধারে বসে বৌ-এর সাথে বাদাম ভাজা খেতে,
ভয়ে খেতে পারি না,যদি একসাথে কয়েকশো
বাচ্ছা এসে হাত পাতে, আমি মধ্যবৃত্ত মানুষ,
অত বাদাম-পারব কি ওদের দিতে?
তাই এবার ওদের খাওয়াতে হবে পেট ভরে,
এবার ওদের ফেরাতেই হবে ঘরে।
রচনাকাল : ২১/৩/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।