আমাকেও জানতে হবে-
ভালোবাসা কেমন করে সমুদ্রের পাড়ে
নোনা হাওয়ায় নোনতা হয়ে যায় ?
কেমন করে চেনা প্রেম হঠাত করে-
নোনা-বালুচরে,আবার অচেনা হয়ে যায় ?
আমাকেও বুঝতে হবে-
ভালোবাসা কেমন করে হিমাঙ্কের নিচে-
শিতলতার মাঝে থেকেও উষ্ণতা বাড়ায় ?
কেমন করে সমস্থ চেনা অনুভুতি-
অচেনা পথে হেঁটে,আবার নতুন হয়ে যায় ?
আমাকেও স্পর্শ করে দেখতে হবে-
হাতে নিয়ে বুঝতে হবে ভালোবাসার হাত,
দেখতে হবে কতখানি বাড়ছে ভালোবাসা-
যদি মাথার উপর বদলে যায় ছাদ ?
পাহাড় থেকে নদি,ধুসর মরুভুমি,
অথবা সমুদ্র থেকে জঙ্গলের আদিম বন্যতায়,
আমাকেও ঘুরে ঘুরে দেখে আসতে হবে-
কেমন করে নতুন স্থানে হৃদয় বদলে যায়।
রচনাকাল : ১৪/১/২০১৪
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।