মহারাজ : কি সংবাদ সেনাপতি ?
সেনাপতি : আপনার সাক্ষাতপ্রাপ্তি,এক শান্তি-দুত।
মহারাজ : কি অদ্ভুত,কি তার অভিপ্রায় ?
সেনাপতি : বোধহয় তার দেশ শান্তি চায়।
মহারাজ : ডাকো তবে,ওসব কি চাইলেই পাওয়া যায় ?
(শান্তি-দুতের প্রবেশ,মাথানত করে)
মহারাজ : বলো তোমার দেশ কি চায় ? শান্তিচুক্তি ?
শান্তিদুত : দেশ-তো আপনার রক্ত চায়,
শান্তিচুক্তি শুধুই রাজ-উক্তি।
মহারাজ : তবে যে সংবাদ শুনলাম,তোমাদের পাঁচ জওয়ানের
মৃত্যুতে তোমাদের রাজা নাকি ক্রুদ্ধ,চায় যুদ্ধ ?
শান্তিদুত : ও-তো শুধু জনগনের জন্য,
ভাসনে উনি আগাগোড়াই বড় উদ্বুদ্ধ।
মহারাজ : (অট্টহাস্য)তবে নাকি তোমার দেশ মহান ?
শান্তিদুত : নাঃ,মহান ছিল ঐ পাঁচ জওয়ান।
বাকি সব শান্তিপ্রিয় প্রান,চায় শুধু গোলা ভরা ধান।
আপদকালিন বৈঠকে শান্তিচুক্তি-ই সহজ সমাধান।
রচনাকাল : ১১/৮/২০১৩
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।