হাজার কাজে হারিয়ে গেছে -আম পাতা জোড়া জোড়া,
পিঠে দিনরাত পেটের চাবুক,জ্বালায় ছুটছি আমরা ঘোঁড়া।
মাথায় হাজার ফন্দি-ফিকির, ভুলে গেছি ইঁকিড়-মিকিড়,
ছেলেবেলার স্মৃতির ফ্রেমে,ঝুলে আছে চাম চিকিড়।
বাজারের দর বাড়ল এত,দামদর শেঠ-ও অল্পে খুশি,
বাবুরাম সাঁফুড়ে-ও আজ দোকান খুলে বেচছে ভুষি।
যার আছে সে চাইছে আরো,দেশ সেবক-ও পকেট ভরে,
আপনার তরে সকলে আমরা,প্রত্যেকে আমরা নিজের তরে।
খোকা আর মাছ ধরেনা, ক্ষির নদির কুলে,
চাকরি পাওয়ার জন্য-খোকা পড়ছে, ইংরাজি ইস্কুলে।
শুধু কোলা-ব্যাঙের গ্যাঙর-গ্যাং আর চিল পেলনা মাছ,
সোনামনি, বিয়ের রাতে পালিয়ে গেছে,হাতি ঘোঁড়া সব নাচ।
নেই পদ্মদিঘীর কালো জল,আজ আছে সুইমিং-পুল,
আজ বড়দের শুধু ব্যস্ততা আছে,আর ছোটোদের আছে স্কুল।
রচনাকাল : ৩১/১০/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।