বহুকাল হল,পিঠ দেখিয়ে পালিয়ে এসেছি,
এখনও সংগ্রাম আছে,আন্দলোন আছে,
তবে শুধু বাঁচার জন্য,বাঁচানোর নয়।
এখন খাতায় প্রেমের কবিতা শোভা পায়।
নাঃ,আর বিদ্রহ নেই,শুধু মুখ বুজে সওয়া,
দম বন্ধ মুক-বধির জীবন যাপন এখন,
আর বিছানায় একরাশ প্রেমের উষ্ণতা।
মৃত হৃদয় জুড়ে একরাশ সহণশীলতা।
আর কেউ দায়িত্ব-বোধের প্রশ্ন তোলেনা,কই-
আর তো কেউ আজ অসামাজিক বলেনা ?
সব প্রতিরোধ বিষর্জিত সামাজিকতায়
আজ আছি শান্তিতে,কুনো ব্যাঙের ছাতায়,
আয়নার সাথে দিনরাত লুকোচুরি খেলে-
এভাবেও শান্তিতে বেঁচে থাকা যায়।
রচনাকাল : ৪/২/২০১৪
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।