প্রেম,তোমায় নিয়ে সারা দিনরাত্রি খেলব,
এক-একদিনের রূপকথা বানাব,
গোলাপ দিবসে গোলাপ দেব,চুমু দিবসে চুমু,
প্রেমের দিবস ভ্যালেন্টাইন,হৃদয় রুমু-ঝুমু।
সবাই এমনি করেই ভাবতে পারলে ভালো হত !
সবাই মিলে প্রেমের দিবস প্রেম-প্রেমে ভরে উঠত।
কেউ পারে কেউ পারেনা,তাইত ভাল্লাগে না ।
কারোর কাছে প্রেম মানে,ক্ষিধের সময় অন্ন,
কেউ আবার পেটের দায়ে প্রেমের কাছে পন্য।
কেউ কেউ বেচবে গোলাপ,প্রেমিক-প্রেমিকাকে,
কেউবা ঘাঁটবে স্মৃতি,প্রেম ছেড়েছে যাকে।
কেউ কেউ প্রেমের নামে খেলবে নোংরা খেলা,
পাগলেরা পথের ধুলায় কুড়োবে অবহেলা।
হকারেরা লেকের পাড়ে বেচবে লবন-চুষ,
বিক্রি-বাট্টা যাই হোকনা,পুলিশ নেবেই ঘুষ।
তাই এই কয়েকদিনের প্রেমের স্বপ্ন ভাল্লাগে না,
প্রেম আছে-ছিল-থাকবে,তবে দিনক্ষন মানে না।
রচনাকাল : ২২/২/২০১৪
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।