চাহিদার জ্যান্ত সাগরের বুকে,কিছু অবাধ্য শব্দ জানিনা কিভাবে বিনা শর্তে বেঁচে থাকে ? প্রেম,বন্ধুত্ব,সম্পর্ক ইত্যাদি শব্দ গুলো রোজ - ঢেউ-এর ঝাপটায়,পাড়ের ধাক্কায় তছনছ হয়,দুমড়ে মুচড়ে তবু থেকে যায় মনের কোনায়।এরা থাকবেই প্রতিটা পাড় ভাঙার ইতিহাসে,
প্রতিটা ঢেউ এর উথ্থান-পতনে,প্রতিটা চাহিদার অপুর্ন যন্ত্রনার উপাখ্যানে,
এদের নাম লেখা থাকবে যতনে।আমরা বলতেই পারি,অনেক সময় বলি-ও,যত সব ন্যাকা ন্যাকা অবলুপ্ত ন্যাকামি !বাঁচতে গেলে লাগে নাকি এসব ? নাঃ,শুধু বাঁচার জন্য- অনেক কিছুই লাগেনা,
তবুও তো,আমরা অনেক কিছুই নিয়ে বাঁচি,সেই অনেক কিছুর ফর্দটা যদিও অনেক লম্বা।তার মধ্যে থেকে এই কয়েকটা শব্দ বাদ না দিলেও আমরা মারা যাব না।প্রেম,বন্ধুত্ব,সম্পর্ক ইত্যাদি এবং এমন আরো কয়েকটা শব্দ,যা নাচাইতেও,মিশে আছে অজান্তে,জীবনের সাথে।
রচনাকাল : ৩০/১০/২০১৩
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।