আবার একটা কালবৈশাখী বুকের উপর আছড়ে পড়ছে,
প্রতিটা বজ্রপাতের শব্দ প্রতিধ্বনীত হচ্ছে হৃদয়ের জ্ঞান
শুন্য গহ্বরে। সভ্যতার অহংকার চুর্ন করে প্রকৃতির জয়,
আজীবন এরকমই হয়।
তবু সভ্যতার ইঁদুর দৌড়ে প্রতিনিয়ত প্রতিযোগী বাড়ছে,
জীবনের অর্থ মুল্যায়নে,অর্থকে মাপকাঠি করে,
আবার একটা বাজ পড়ল জোরে, শুন্য হৃদয় গহ্বরে।
মন বলে আবার ভারতের গৌরবময় ইতিহাস বর্তমান
হয়ে ফিরে আসবে, প্রকৃত ধর্ম ও সংস্কৃতির হাত ধরে।
প্রকৃত শিক্ষার আলোয় আলকিত দুর্বলের হাত ধরে।
তবে তার আগে,একশত দধিচি-র বলি প্রয়জন, যারা-
মানবেনা ব্যর্থ সভ্যতার জোয়ার,অর্থের মিথ্যা টান,
দরকার শত-শত স্বাধীন, মুক্ত, নির্ভয় প্রান।
যাদের মুক্ত দর্শনে হবে ভারতের মুশকিল আসান।
আছে,নিশ্চয় আছে,প্রত্যেক তরুনের রক্তে স্বাধীনতা
আছে। শক্তির সুপ্ত বীজ আছে,আছে জ্ঞানের ভগবান।
তাদের বোঝাতে হবে,তারাই ফেরাতে পারে হারান সম্মান।
প্রতিটি প্রানের মাঝে সুপ্ত হয়ে আছেন ভগবান।
হৃদয়ের দিবাস্বপনে প্রত্যহ দেখি এক মুক্ত সকাল,
যখন জাগরিত ইশ্বর কন্ঠে শুনব মানব সভ্যতার আজান।
রচনাকাল : ১০/৪/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।