সবাই পাশ থেকে সরে গেলেও,নিজেকে নিজের পাশে
থাকতেই হয় । শুধু জীবনের আনন্দে বাঁচতে হয় ।
তাছাড়া সময় তো কখনো ছেড়ে যায় না,
নিজের পাশে নিজে ছাড়া,সেও তো আছে বন্ধুর মতো !
তবু কেন পরম যতনে কেউ আঁকড়ে ধরেছে বিষ ?
অধীর আগ্রহে আলিঙ্গন করেছে কেউ আগুনের শিখা,
কেন জলের গভীরে ডুবে জীবন খুঁজেছে বৃথা ?
মৃত্যু যে কেবল দুঃখ টুকু মুছে দেবে,তা তো নয়,
সেখানেই তো জীবনের কাছে মৃত্যুর ঘোর পরাজয় ।
জীবন আনন্দ কে বাঁচিয়ে রেখে,ধীরে-ধীরে দুঃখ মোছায়,
মৃত্যু তো সুখ-দুঃখ বোঝেনা,সে তো শুধু জীবন থামায় !
তবু কেন বাকি সব আনন্দ তুচ্ছ মনে হয় ?
একটা দুঃখের কাছে জীবনের সব আনন্দের,কেন পরাজয় ?
ভেবে দেখো,শুধু বেঁচে থাকার আনন্দেই বেঁচে থাকা যায় ।
রচনাকাল : ৬/৩/২০১৮
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।