আয়,চুপটি করে পাশে বস ।
হ্যাঁ-রে বাবা,ঠিক আগের মত,যেমনটি-
বসতিস লেকের পাড়ে,ভিক্টোরিয়ায় তেমনি।
হাঁ-করে দাঁড়িয়ে দেখছিস কি ? বুঝলি না !
আমি আবার পাল্টে গেছি। পরিবর্তন !!
উফফ্,বিগত ভোটের পর থেকেই- এই
শব্দটা শুনলেই সবাই হাঁ-হয়ে যাচ্ছে দেখছি !
আরে বাবা একদম স্বাভাবিক ব্যাপার।
যে পরিবর্তিত হয় সে যদি খারাপ হতে পারে,
তবে আবার পাল্টে ভালো-ও তো হতে পারে ?
নে অনেক হয়েছে,আয় চুপটি করে পাশে বস ।
ঠিক আগের মত ।গুটি-গুটি,চাহুনি মিটি-মিটি,
দৃষ্টিতে খুনসুটি নিয়ে,প্রথম থেকে শুরু করি।
অন্তত আমাকে বিশ্বাস কর, মানছি-
এটাও পরিবর্তন,তবে- আমি নেতা নয় প্রেমিক।
রচনাকাল : ৪/২/২০১৪
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।