তৃপ্তি মানেই কি জীবনের শেষ,সমাপ্তি ?
নাকি জীবনের শেষটাই তৃপ্তি ?
ব্যাপারটা একটু বিতর্কিত।
কেউ কেউ বলে মানুষ নাকি তৃপ্ত হয়ে গেলে
তার আর পাওয়ার কিছু থাকে না।
তাহলে কি ছুটে চলাই জীবন ? প্রত্যহ
নতুন-নতুন চাহিদার পিছনে ছুটতে ছুটতে
জীবন কি পায়, একটু বাঁচার সময় ?
ব্যাপারটা একটু বিতর্কিত।
চাহিদার তৃপ্তি যদি মৃত্যুর আগে ঘটে -
তবে কি বাকি জীবনটা সত্যিই বেকার ?
চাহিদার পরেও কি কিছুই নেই পাওয়ার ?
নাকি জীবনটা প্রানহীন যন্ত্র ছুটে চলার ?
কখনও সুখের পিছনে,কভু সাচ্ছন্দের পিছনে,
এভাবে আজীবন পিছনে পড়ে থাকাই জীবন ?
নাকি একটু এগিয়ে গিয়ে জীবনের দর্শন ?
ব্যাপারটা সত্যিই বিতর্কিত ।
রচনাকাল : ৩০/১০/২০১৩
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।