সাধন পথে সন্ধ্যা নামে, একতারা-হীন বাউল,
নয়ন তারা ফুটে আছে পথে, খোজে ভক্তির দেউল।
ফেরারি মন ফেরে পথে,সৃস্টিরে ছেড়ে স্রষ্টারে খোঁজে।
ভাব সাগরে ভক্তি অথই,সেখানেই মাথা গোঁজে।
মুকতা যেমন শুক্তির বুকে, চিরদিন জেগে রয়,
তেমনি জেগে ভাব সাগরে,তোর বেলা কেটে যায়।
তাই ভাবলি কেবল নিজেরে নিয়ে,অপার্থিব মুক্তি নিয়ে,
পথপানে চেয়ে উদাসি মানুষ চিরকাল রবে নুয়ে।
তার দায় কেউ নেবেনা, পুন্যের কেউ ভাগ দেবেনা,
সেই অপার্থিব পুন্যের পানে চেয়ে থাক দিনকানা।
ধুলে লুটাক পথের গোপাল, ক্ষুধায় মরুক, বৃদ্ধ কাঙাল,
তুই শুধু মন করতাল হাতে,খুঁজিস ননি-গোপাল।
তোর মুক্তির পথে আসবেনা কোনো ক্লান্ত মাঠের রাখাল।
রচনাকাল : ২৬/২/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।