প্রতিদিন মানুষের উদ্দেশ্য বিহিন খাদ্যের খোঁজ,
যেমনি ভাবে আদিম মানুষ খাবার খুঁজত রোজ।
দেশ আমার উন্নত হচ্ছে ক্ষনে ক্ষনে,
তৈরি হচ্ছে মারণ যন্ত্র,আনবিক বিজ্ঞানে।
ক্ষিধের জ্বালায় মরছে শিশু,নেই মাথা গোঁজার ঠাঁই,
অনাহারে মৃত-দের আর কি সুরক্ষা চাই ?
ডোনেশানে চলে শিক্ষা,ইংরাজি ইসকুলে,
সেই শিশুটার দোষ কি? যার জন্ম পথের ধুলে।
তাদের দাবি পেট ভরা ভাত, মাথা গোঁজার ঠাঁই,
এত উন্নত বিজ্ঞানে কি,কোনো সমাধান নাই ?
কাঁটাতার মজবুত হোক,বানাও আরো মারন অস্ত্র,
ফুটপাথে জন্মানো শিশুটা মরে যাক বিবস্ত্র।
এসব থেকে মুখ ফিরিয়ে ইদুর দৌড়ে জেতা,
ঐ খালি-পেটের অভিশাপ নিয়ে বেঁচে থাক সভ্যতা।
রচনাকাল : ২৬/২/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।