লেকের ধারে সিমেন্টের বেঞ্চে বসন্ত আসে,
সরকারি দরকারে টেন্ডার,মিটিং বসে,
মৃতেরা শ্মশানে যায় হরিধ্বনীর জীবিত উল্লাসে,
গদিতে হয়ত রদবদল হয়,যখনই ভোট আসে,
এসমস্থ একঘেঁয়ে দৃশ্য,দেখতে হয় হামেশাই,
আমরা শুধু উনান জ্বালাই,শান্তি পাই।
বিরধি দল সদলবলে বিরধিতা করে খুশি,
পকেটের ভারে পঙ্গু যারা গদির কাছাকাছি,
পুলিশের পেছন পকেটে ভরা,মানুষের রুটি-রুজি,
ভোটের দিনের গনতন্ত্র অল্প-সল্প বুঝি,
সরকারি অনেক প্রলাপ,কানে আসে হামেশাই,
আমরা শুধু উনান জ্বালাই,শান্তি পাই।
রচনাকাল : ৩০/৬/২০১৩
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।