যখন গোধুলির রঙে মেশে সুর্যের লজ্জা,
ভিখারির কাঁপা-কাঁপা হাতে ওঠে আদুলি,
কারো গলায় ঝোলে ভাল-থাকার মাদুলি,
আমি পথ চলি মাথা নিচু করে।
যখন দুফুরে,মাথায় রোদের বোঝা নিয়ে-
কুলিটা তার বৃশাল মোট নামিয়ে-
ঘাম মুছতে মুছতে হাত পেতে টাকা নেয়,
শরিরের ক্লান্তি মোছে গাছের ছায়ায়,
আমি পথ চলি মাথা নিচু করে।
যখন সাজানো স্টেজে বক্তিতা চলে,
বরেণ্য নেতার বরণ হয় ফুলের মালায়,
আর স্টেজের পিছনের গাঢ় অন্ধকারে-
রিক্সাওয়ালা-টা বুক ভরে গাঁজার ধোঁয়ায়,
আমি পথ চলি মাথা নিচু করে।
তারপর সব শেষে রাতের মৃত অন্ধকার,
ভিখারি নেতা যখন মিলেমিশে একাকার,
চোখে কোনো দৃশ্য নেই,নিশ্বাসে নেই দীর্ঘশ্বাস,
আঁত্মবিশ্বাসের তলানিতে বাঁচার আশ্বাস,
তখন আয়নার সামনে থাকি মাথা নিচু করে।
রচনাকাল : ১২/১১/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।