পাখি তোর সোনার বাসা,আজকে খাঁচা,
তাই তোর বুকেতে নেই আজ ভালবাসা।
তোকে আজ আবার ডাকে আকাশের নীল,
মন তাই শিকল কাঁটার স্বপ্নেতে স্বপ্নিল।
আজকে তোর বাঁধ ভাঙা ওই ঢেউ-এর কাছে,
এক দিকে বন্ধ খাঁচার মাঝে প্রেম ভাসে।
অন্য দিকে জলে ভাসে বানভাসি,
ফুটপাথের শিশুরা আজ উপবাসি।
তাই আজ দিনের শেষে রাত্রিকালে,
তোর বাউল মনটা পড়ে অথই জলে।
দোটানায় আটকে কেন থাকিস তবে,
জীবনটা বড়ই ছোটো ফুরিয়ে যাবে।
হঠাৎ কবে মরণ আসে কেউ জানেনা,
তবে কেন মনের ডাকে মন মানেনা ?
দুই পৃথিবির মাঝে কেন ঝুলে থাকা ?
ত্রিশঙ্কু জীবন, কি আর বেঁচে থাকা ?
রচনাকাল : ২৬/২/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।