সময় তোমায় এনেছিল কাছে,সময়-ই ফের সরিয়ে নিয়েছে দুরে,
তবু আমি আজও গান গাইছি,নিয়ম ভাঙ্গার সুরে ।
শুধু তোমার চোখে ব্যস্ততা দেখি,সময়ের বড় অভাব,
সময়ের সাথে পাল্লা দিয়ে,বাড়ছে তোমার নিয়ম মানার স্বভাব ।
সময় কে আমি দোষ দিই না,আমরা সবাই সময়ের দোষে দোষী,
কেউ ভাবছে সময়ের সাথে ছুটতে হবে,কেউ সময়ের জয়ে খুশি ।
সময় যদি প্রতিদ্বন্দী হয়,তবে সেই সময় তোমার নয়,
আবার সময়ের সাথে সন্ধি করলে,সময়ের হবে জয় ।
উভয় ক্ষেত্রে সময়ের কাছে হারতে হবে জানি,
তাই আমি সময়ের পিছনেই থাকি,সময়কে জয়ী মানি ।
তুমি সময়ের সাথে ছুটতে থাক আমার আগে আগে,
তাই তোমার সূর্য অস্ত যাওয়ার পরে,আমি ভাসছি অস্তরাগে ।
তোমার আকাশে সন্ধ্যা যখন,আমার আকাশে তখন বিকেল বেলা,
তোমার জীবনে সূর্য যখন ওঠে,আমার জীবনে রাত্রি করে খেলা ।
রচনাকাল : ৩০/৬/২০১৬
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।