আমার শীত শীত করছে দেহে;
একটা কম্বল হবে ভাই ?
উষ্ণতা শোষিত হয়েছে যে
নারীর বুকে,
তাকে আবরণের মতো করে
ফেরত চাই...
বাঁকা চাঁদের কোমরে ।
কলসির মতো নিজেকে,
পাতায় শিশির ফোটা হয়ে, অলস
দোলায় রোমাঞ্চিত হতে হতে,
তরঙ্গের আবর্তন মস্তিষ্ক থেকে
আমার কপাল লেখা খাতার
পাতায় প্রভাব ফেলেছে।
এবং ফেলছে ।
আমি প্রতি ঘূম-বেলায়
আদরের যৌনতায় জড়িয়ে পড়ে
ভাসি স্বপ্নলোকে...
বলে ফেলি ভালবাসি রে ।
বন্য অনুভূতিতে আবার
শীত শীত করে।
দাবানল ছাই করে দিক আমার
সবুজ ?
মরুতলে আবর্তিত শিহরণ
জন্মায়, সে বিলীন হয়ও
হরিণ চোখের বিপাকে পড়ে।
আবার মিথ্যে উত্তাপের আশায়,
বসে চোখ চেয়ে ভাবি
মন বড়ই অবুঝ ।।
রচনাকাল : ২২/৩/২০১২
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।