আবেগ গুলো থাক নেভানো সাশ্রয়ে করি পকেট ভরা খুচরো সহানুভুতি নিত্ত কবিতা লিখে ক্লান্ত কলমটা চাইছে ছুটি ঈর্ষা নিয়ে দর কষাকষিতে হারছে মানবতা তাতেও নিশ্চুপ বিধাতা আন্তর্ঘাত আর গর্ভপাতে চরম বিপর্যয়ে তারই মাঝে বিবেচনার অবক্ষয়ে প্রবল চাপে কুপকাত গত সহস্রাব্দের অস্তিত্ব আলোচনা ও চর্চায়ে লজ্জা মনুষ্যত্বের অন্তিম সজ্জা কিছু আধুনিকতা বর্জন করাই ভালোরচনাকাল : ২২/৭/২০১২