আজ ছিল ছুটি তাই বাড়িতে বসে একলা নিশ্সঙ্গতা দূর করতে বন্ধু ছিল বই বন্ধুরা সব কাজ নিয়া আছে তাদের তাই ডাকা যায়না অথচ একদিন এই রবিবারের জন্য সকলে মুকিয়ে থাকত বড় হই গেছে সব হই গেছে নামজাদা আজকে বন্ধু তাই দূর হই গেছে, হই গেছে সে একলা কারো কারো যদি মনে পরে যাই, আসে একটা ফোন তাতে নিজের দুঃখের ই চলে আলাপন আর নাই সেই জমানো আড্ডা মিস করছি খুব সেই পুরানো সময়টারচনাকাল : ৯/৯/২০১২