হিরণ্যকশিপুয়ের পুত্র প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম,
অসুর রাজের পুত্র হয়েও প্রহ্লাদ হরি ভক্তিতে পূর্ণ।
পিতা পাঠালেন তারে গুরুকুলে,লভিতে বিদ্যা ,
প্রহ্লাদ পাইল সেথা হরি ভক্তির দীক্ষা ।
হরি ভক্তি নিয়ে পুত্র আহ্লাদে কাটায় ,
যাহা হিরণ্যকশিপু প্রহ্লাদে না চায়।
একদিন পিতা পুত্রকে ডাকিয়া শুধায়,
গুরুকুলে কি শিখিলে বল তা আমায়।
প্রহ্লাদ বলিল কৃষ্ণ তার ধ্যান, জ্ঞান, প্রাণ,
কৃষ্ণ সব কিছুর স্রষ্টা,তিনি যে মহান।
শতচেষ্টা করিয়াও হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারিতে না পারে
মারা কি সহজ , যাহার হরি আছে হৃদয় মাঝারে।
এই ভাবে প্রচারিত হল ভক্ত প্রহ্লাদ চরিত্র কথা,
ভক্তদের মুখে আজ চর্চিত তার হরিভক্তির গাথা।
রচনাকাল : ২৯/৯/২০১২
© কিশলয় এবং ভাস্কর সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।