আমাদের দেখা হতেই পারে
এই মাস তিনেক পর কিংবা
তার আরো কিছু দিন পরও হতে পারে।
আর কিছুটা সময় অপেক্ষা করো
আমার না হয় হচ্ছে একটু দেরী।
তবে কথা দিচ্ছি আমি
দেখা আমাদের হবেই
এই বসন্তে ।
কোথায় দেখা হবে? প্রশ্নটা যুক্তিসঙ্গত
কিন্তু ওভাবে ভেবে দেখিনি
লক্ষীটি রাগ করো না প্লিজ
আজকালের মধ্যেই ঠিক করে নেব
আর স্থানকাল ভেবে দেখা কি হয় কখনো?
ঠিক আছে, তুমি-ই বলো
অপ্রত্যাশিত প্রাপ্তি তবে বেশী কি করে হবে?
তবে যেখানেই হোক না কেন
দেখা আমাদের হবেই
হতে পারে পুকুরপাড়ে কৃষ্ণচূড়ার নীচে।
আবারো আমাদের দেখা হতেই পারে
আগষ্টের উষ্ণতম দিনগুলোতে কিংবা
আরো কিছুটা পিছিয়ে ডিসেম্বরেও হতে পারে;
কিছুটা দেরী একটু খানি সহ্য করে নিলেই
আবারো দেখা হতেই পারে
এই ধরো ক্যাম্পাসের সাদা দালানের বারান্দায়
আবার আড়ং এর সিড়িতে মুখোমুখি
নতুবা ক্বীন ব্রিজটার পাশে ফুচকা খেতে খেতে।
তোমার কি ভাবতে ভাল লাগছে না
আবার অনেকদিন পর আমরা দুজনা
চা বাগানের মাঝদিয়ে বয়ে যাওয়া
পিচঢালা রাস্তায় হুড খোলা রিকশায়
হাতের আঙ্গুলির যুগলবন্দিতে লজ্জারাঙ্গা তোমাতে
আমার সেই অতি প্রিয় পুরোনো ভালবাসার
সংস্পর্শ ফিরে পাওয়ার আলোক জলমলে দিনে
আবারো আমাদের দেখা হতেই পারে।
আবারো দেখা হওয়ার এই কাঙ্কিত ক্ষণটির জন্যে
তুমি কি আরো কিছুদিন অপেক্ষায় থাকতে পারো?
১৫ই মে ২০১২
রচনাকাল : ২৫/৯/২০১২
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।