তোমার টানে সাগর পানে ছুটে যেতে চাই মন
তবু এবেলা যাবার বেলা একলা ঘরের কোণ ।
শূন্য দিঘী ভরতে হলে চাই শুধু চাই তোমাই পেলে
হৃদয় কোণে পূরব তানে নিবীড় আলাপন ।
কুসুম ভোরে নয়ন জুড়ে তোমার ছবি ভাসে ধীরে
স্মৃতির ভিড়ে আলাপ ঘিরে শুধুই আপনজন ।
নীরব বেলা একলা চলা কতযে কথা বলা না বলা
মনের ফাঁকে মুচকি হাসি তোমার ঠোঁটের গল্প আঁকি-
মন ভ্রমরার উঁকি-ঝুঁকি চলছে অনুক্ষণ ।
জানি না জানি কখন আমি পাবো তোমাই আমার তুমি ,
তোমার হয়েই থাকব আমি একান্ত আপন ।
তাইতো মিলি সুরের ডালি বিছিয়ে আমার ফুলের কলি
অচিন পাখির ডানার ফালি রূপসি সেই জন ।
আবার বলি আমার তুমি,থাকবে হয়ে আমার জানি
তবুও কেবল হৃদয় খানি গুনছে যে দিন শুধুই গ্লানি-
প্রারথনা এই আমার শুনি পূরণ করো অন্তরজামি ;
চাইনে যে গো আর কিছু আজ,বলতে আমার নেই কোন লাজ-
মনের ভেলার এই শুধু কাজ, লিখছি তোমায় এইটুকু আজ ।
...........................অরিন্দম.........................
রচনাকাল : ২০/৯/২০১২
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।