ভবিষ্যৎ আমি দেখিনি, শুধু এই মুহূর্ত কে ধরতে চাই। অজানা আকর্ষণে, তাই শুধু তোর সাথে বাঁচতে চাই। আমি আছি, আছে একাতিত্ব, আর আছে কিছু স্বপ্নের হাতছানি। তুই ছিলিস, আর ছিল মাদকতা , ছিল তোর পাপিষ্ঠ মনের কিছু শর্ত। আজ ... নিষ্পাপ অনুভূতিরা একটু একটু করে পদদলিত। তাই আমি বেঁধেছি কাচের খেলাঘর, ছিল না তাতে স্বপ্ন, ছিল না অধীশ্বর, আছে শুধু মরীচিকা আর ভ্রম। গড়েছি আমি, ভাঙব আমি, আমার ভালোবাসা আমার সাথেই স্বার্থপর।।রচনাকাল : ২৮/৯/২০১২