দেখতে দেখতে অনেক গুলো বছর কেটে গেল, ০৭-০৭-১২
অনেক ঝড় ঝাঁপটা ঘাত প্রতিঘাত মান অভিমান শেষে...
ফিরে এসেছিল সে রক্ত শূন্য বুকে!
নদীর স্রোত যেমন বয়ে চলে,
দিক্বিদিক শূন্য জীবন ও বয়ে গিয়েছে হাজার কুড়ি টা বছর!
সময় তার হিসেব রাখেনি,
সে যে থমকে ছিল সেই কৃষ্ণচূড়া গাছের তলে!
স্বপ্ন হারা চোখে, কুয়াশা ঘেরা বিকেলে সে একাই পথ হেঁটেছে এতদিন!
হটাত যে কি হল, অন্তরসার শূন্য সেই চোখ আবার ঝলমলিয়ে উঠলো,
স্বপ্ন দেখল, ছিন্ন বিছিন্ন মন আকুল দরিয়ায় কিনারার সন্ধান পেল,
দূষিত সেই রক্তে অক্সিজেন সঞ্চার হল,
মন ব্যাকুল হয়ে উঠলো,
তার আর দেরী সইল না... স্বচ্ছ শুভ্র ঝরনায় স্নাত হয়ে সে চেয়েছিল একবার...আবার সেই হাসি হাঁসতে, হাজার কুড়ি টা বছর পর!
তিল তিল করে গড়ে উঠেছিল হারিয়ে যাওয়া সেই বিশ্বাস,আশা,আকাঙ্খা,অনুভূতি...
বলেছিলে মোটে এক মাস,
সে বলে...ওটা ছিল “হাজার বছর”!
সময় যে থমকে গিয়েছিল সেই স্বচ্ছ শুভ্র নির্মল হাসির অতলে,
আর আজ ও সে থেমেই আছে,
রয়ে গেছে শুধু......”অপেক্ষা”!!!
রচনাকাল : ৬/৭/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।