ঝর উঠেছে আকাশ পানে.. পাখিরা সব ফিরছে বনে.. দুলছে গাছ.. নাড়ছে মাথা... পথ এর কোলে সুকনো পাতা... খসে পরছে ফুলের রাশি... দুরে কোথাও বাজছে বাঁশি ... হাঁক দিল রে ঐযে মাঝি - "বৃষ্টি পরে আএ... আএরে চলে পথিক যত... খোলরে মনের দুয়ার শত বৃষ্টি এলো আকাশ ভেঙ্গে... করতে শীতল ধরিত্রীরে তপ্ত মাটি পড়ল শুএ আজকে রাতের মত....."......রচনাকাল : ১৯/৭/২০১২