আজ আবার শহরটা ভিজলো,
ভিজলো রাস্তাঘাট, ভিজলো কিছু প্রাণ,
থামল দৈনিক আদান-প্রদান।
এই শহরের বুক চিড়ে মনুষ্য দল,
আবার খুঁজল এক টুকরো আশ্রয়।
কেউ পেল, কেউ পেলনা।
কারোর সুখেই জুড়ল দীর্ঘনিঃশ্বাস,
কারোর চোখের জল আবারো দিলো আশ্বাস।
গৃহবাসীর ক্ষণিকের অতিথি হলো গৃহহীন,
মাখলো কিছুটা মেঘলা সময়।
ধারাবাহিক একঘেয়ে গল্পগুলো
হাত ছাড়িয়ে পালাতেই,
কে যেন কেড়ে নিলো তাদের দৌড়।
কেউ ছুঁলও কারোর ভেজা হাত।
কারোর ভাসল বাড়ি ঘর,
জমানো বাশি ভাত।
Balcony-র সেই প্রেমিক গিটার ধরলো,
বাঁধলও নতুন সুর।
ভাঙ্গা রেডিও-র ভাঙ্গা গান
জুড়ল মন,
পাড়ি দিলো সুদূর...
রচনাকাল : ৪/৯/২০১২
© কিশলয় এবং নিলয় পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।