সেদিন মাঝরাতে ঘুম গেল ভেঙে
ছাতের কার্নিশে হাত রেখে দাঁড়িয়েছিলাম
একা, রাতের আকাশে তাকিয়ে দেখি চাঁদও
আমার মতো একা জেগে আছে।
মনে মনে ভাবলুম আজ চাঁদের সাথেই থাকবো
কথা বলবো, এ ভাবেই রাত কাটিয়ে দেবো।
চাঁদের সাথে কথা বলতে বলতে সময় হয়ে গেল পার,
রাতের নিঃশব্দতা বেড়েই চলেছে ধীরে ধীরে,
কিছু পরে সঙ্গ দিতে এলো কিছু শুভ্র-ধবল মেঘ,
তারা বললো, চাঁদের আলোয় রাতের মায়াকে আরো
মায়াবী করে দেবো শুধু কিছুক্ষন চাঁদকে লুকিয়ে রেখে।
কিছু বলার আগেই মেঘের দল চাঁদ কে দিল ঢেকে।
আমিও অপেক্ষায় রইলাম চাঁদের আশায়,
মেঘেরাও সার বেঁধে এসে চলে যাচ্ছে
তবু তারই ফাঁকে ফাঁকে চাঁদ উঁকি মারছে।
রাতের অন্ধকারে চাঁদে-মেঘের আলো আঁধারীর
মায়াবী রাতের শীতল বাতাস কানের কাছে
মিষ্টি কনসার্টের তান যায় শুনিয়ে।
কিছু পরে মেঘের দল চলে গেল,
তাদের কে বিদায় জানিয়ে চাঁদের দিকে
তাকিয়ে দেখি, সে ঢলে পড়েছে আরো পশ্চিমে,
আমায় ডেকে বললো, দেখো পুব-আকাশে তাকিয়ে
শুকতারা তোমায় ডাকছে, ভোরের আলোও ফুটছে
এবার আমার যাবার পালা, দাও আমায় বিদায়।
রচনাকাল : ১/৯/২০১২
© কিশলয় এবং Swapan Das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।