আমি কেউ নই
তাই না বলো?
দুঃখগুলো কাকে জানাই
কেই বা বলবে আমি ভালো-
কিছুটা অস্পষ্ট কিছুটা ধাঁধা
দূর থেকে ভালোবাসতে নেই তো বাঁধা
হাসি বা কাঁদি
স্বপ্ন ছাড়া মেঘ ভাসে
কেই বা আমায় ভালোবাসে?
আমি কেউ নই
তাই না বলো?
রচনাকাল : ২৯/৯/২০১৯
© কিশলয় এবং সোনালী দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।