অপেক্ষা এই হেমন্তের সবুজ ঘাসের দেশে আবছয়া কুয়াশায় দুজনায় খালি পায়ে হাঠব পায়ে পা মিলিয়ে। শিশিরকণা মুছে দিবে অতিতের ভুল আলতা ঝরানো পায়ে তাহার এগিয়ে যাব কতক কটি ঘাসু ফুল তাহার খোঁপায় গেথে দিব হাসবে সেই মলিন কথা বলবে আমি চেয়ে চেয়ে শুধু দেখব। গত ২৮টি হেমন্ত কেটেছে অনেক অনুভব আর অনুভুতি সেই তুমি আজ পাশে নেই আসবে হেমন্তে। যখন সন্ধ্যা হবে ছাদের দোলনায় বসে আবছায়া কুয়াশা আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখব গল্প হবে সেই ২৮ হেমন্তের।রচনাকাল : ১/১০/২০১৯